নিজস্ব সংবাদদাতাঃ এবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নাকি আমন্ত্রণ জানানো হয়নি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। আর এই নিয়েই এবার সরব হল কংগ্রেস (Congress)। আজ সোমবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে নিশানা করে এক টুইট বার্তায় লেখেন, ‘দেখে মনে হচ্ছে মোদী সরকার শুধুমাত্র নির্বাচনী কারণে দলিত এবং উপজাতি সম্প্রদায় থেকে দ্রৌপদী মুর্মুকে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দকে নতুন সংসদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকেও নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে না।‘