জঙ্গি দমনে চলছে লাগাতার অভিযান, বিরাট সিদ্ধান্ত নিল পুলিশ

এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, 'এই জঙ্গিরা পাকিস্তান থেকে একাধিক ঘটনা ঘটাচ্ছে এবং কিস্তওয়ার অঞ্চলে সন্ত্রাসবাদকে পুনরায় উস্কে দেওয়ার চেষ্টা করছে।'

author-image
SWETA MITRA
New Update
siu.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) একাধিক জায়গায় তল্লাশি চালালো পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (SIU)। এদিন কিস্তওয়ার অবন্তিপোরায় একাধিক জঙ্গির বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের এই বিশেষ টিম।  এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, 'এই জঙ্গিরা পাকিস্তান থেকে একাধিক ঘটনা ঘটাচ্ছে এবং কিস্তওয়ার অঞ্চলে সন্ত্রাসবাদকে পুনরায় উস্কে দেওয়ার চেষ্টা করছে।' কিস্তওয়ারের সিনিয়র পুলিশ সুপার খলিল পোসওয়াল জানিয়েছেন, 'বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের মামলায় জম্মুর এনআইএ আদালত তল্লাশি পরোয়ানা জারি করার পর পাঁচ জঙ্গির বাড়িতে তল্লাশি চালানো হয়।' এদিন স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ) মনজুর আহমেদ ওয়ানি, মহসিন আহমেদ লোন এবং আরিয়াফ বশির ভাট নামে তিন সন্দেহভাজনের বাড়িতে অভিযান চালায়।