নিজস্ব সংবাদদাতাঃ গ্রিসে শুরু হয়েছে পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের কনজারভেটিভ পার্টি এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য পার্লামেন্টে পর্যাপ্ত আসন পাওয়ার সম্ভাবনা কম। ৩০০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলেই মিতসোটাকিস সরকার গঠন করতে পারবে। এখনও পর্যন্ত , মিতসোতাকিসের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস এবং তার বামপন্থী সিরিজা পার্টি দ্বিতীয় স্থানে রয়েছে।