হেরে গেল BJP, শেষ হাসি হাসল কংগ্রেস

বিজেপি ৯টি এবং সিপিআই (এম) ১টি ওয়ার্ডে জিতেছে। হিমাচল প্রদেশে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার মাত্র পাঁচ মাস পর বৃহস্পতিবার শিমলা পৌর নিগম দখল করেছে কংগ্রেস (Congress)।

author-image
SWETA MITRA
New Update
bjp congress.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও হিমাচল প্রদেশে হেরে গেল বিজেপি (BJP)। হিমাচল প্রদেশের শিমলা পৌর নিগম নির্বাচনে ৩৪টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ২৪টি ওয়ার্ড জিতেছে। এছাড়া বিজেপি ৯টি এবং সিপিআই (এম) ১টি ওয়ার্ডে জিতেছে। হিমাচল প্রদেশে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার মাত্র পাঁচ মাস পর বৃহস্পতিবার শিমলা পৌর নিগম দখল করেছে কংগ্রেস (Congress)। মঙ্গলবার ২ মে নির্বাচন অনুষ্ঠিত হলেও আজ বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে পৌর নিগমের ৩৪টি ওয়ার্ডের ভোট গণনা হয়। ৩৪টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ২৪টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং বিজেপি ৯টি আসন জিতে নেয়। উল্লেখ্য, ২০১৭ সালের নির্বাচনে বিজেপি জিতেছিল ১৭টি আসন, কংগ্রেস পেয়েছিল ১২টি আসন।

ad.jpg