ইস্পাত নগরীতে কংগ্রেসের পঞ্চায়েত সম্মেলন

দুর্গাপুরের ইস্পাত নগরীর বিধান ভবনে কংগ্রেসের পঞ্চায়েত সম্মেলন। পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত স্তরের কর্মীদের নিয়ে সম্মেলন চলে। সেই সম্মেলনে উপস্থিত রয়েছেন কংগ্রেসের দুই রাজ্য নেতা কৌস্তব বাগচী, নেপাল মাহাতো,পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সহ জেলা স্তরের কংগ্রেসের নেতৃত্বরা।

author-image
New Update
district

হরি ঘোষ,দুর্গাপুর: দুর্গাপুরের (Durgapure)ইস্পাত নগরীর বিধান ভবনে কংগ্রেসের (Congress) পঞ্চায়েত সম্মেলন। পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত স্তরের কর্মীদের নিয়ে সম্মেলন চলে। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের দুই রাজ্য নেতা কৌস্তব বাগচী, নেপাল মাহাতো,পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সহ জেলা স্তরের কংগ্রেসের নেতৃত্বরা। কিন্তু ডাক না পেয়ে এলেন না কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তরুণ রায়। প্রাক্তন জেলা সভাপতি তরুণ রায় বলেন বর্তমান জেলা সভাপতি কাকে ডাকবেন কাকে ডাকবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সম্মেলনে যোগ দেওয়ার নেপাল মাহাতোকে উদ্দেশ্য করে প্রাক্তন জেলা সভাপতি তরুণ রায় প্রশ্ন তোলেন নেপাল মাহাতো সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে আসছেন নাকি দুর্গাপুর  এসে ঘুরে চলে যাবেন। প্রাক্তন জেলা সভাপতিকে কেন ডাকা হয়নি এই প্রশ্ন বর্তমান জেলা সভাপতিকে করতেই প্রাক্তন জেলাসভাপতিকে কোন গুরুত্ব দিলেন না বর্তমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী।  কংগ্রেসের নেতা কর্মীরা তৃণমূলে আসার চেষ্টা করছে। আগের গোষ্ঠী কোন্দল ঠিক করুক তারপর তৃণমূলকে বধ করতে আসবে।