নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা বলেছেন, “দেশে লাগাতার প্রশ্নপত্র ফাঁসের কারণে তরুণদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি সংখ্যক কাগজ ফাঁসের ঘটনা দেখা গেছে হরিয়ানায়।”
/anm-bengali/media/media_files/1vLzEuwcpTJeu4iIKTzM.jpg)
তিনি আরও বলেছেন, “NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আমরা এ বিষয়ে আলোচনা এনেছিলাম এবং যখন এটি সংসদে উত্থাপিত হয়েছিলতখন মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। বিরোধী দলনেতার মাইক বন্ধ করে দেওয়া হলে অন্যান্য বিরোধী সাংসদদের মধ্যে ক্ষোভ তৈরি হবে এবং সংসদেও একই ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানাচ্ছি।”