কংগ্রেস আমার মা: শিবকুমার

দিল্লি যাচ্ছেনা কংগ্রেস নেতা শিবকুমার। তার আগে তিনি কংগ্রেসকে নিজের মা বলে জানিয়েছেন। 

author-image
Aniket
New Update
dks

নিজস্ব সংবাদদাতা: দিল্লি যাচ্ছেন শিবকুমার। তিনিই কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কিনা তা জানা যাবে আজ। দিল্লি যাওয়ার আগে তিনি কংগ্রেসকে নিজের মা বলে জানিয়েছেন। তিনি বলেছেন, "একজন মা তার সন্তানকে সবকিছু দেবেন।" এছাড়াও কর্ণাটকে কংগ্রেসের জয়ের বিষয়ে তিনি বলেছেন, "আমরা এই দলটি (কংগ্রেস) তৈরি করেছি, আমরা এই হাউসটি তৈরি করেছি। আমি এর একটি অংশ"। তিনি কর্ণাটকে কংগ্রেসকে আরও মজবুত করে তোলার বার্তা দিয়েছেন। উল্লেখ্য, কর্ণাটকে বিজেপি সরকারের পতন ঘটিয়ে বিশাল জয় পেয়েছে কংগ্রেস। মোট ১৩৫ টি আসনে কংগ্রেস জয় পেয়েছে। তবে বর্তমানে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে জল্পনা চলছে। দিল্লিতে দলের হাইকমান্ড মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। কর্ণাটকে শক্তিশালী সরকার গড়ে তুলতে সঠিক মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে কংগ্রেস।