'কেন্দ্রের ভুলের কারণে ৪০ জন সেনাকে হারিয়েছি,' বিস্ফোরক দাবি দলের

জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি নেতা সত্যপাল মালিকের (Satya Pal Malik) মন্তব্যকে ঘিরে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলা হয়েছিল সেটা নিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন সত্যপাল মালিক।

author-image
SWETA MITRA
New Update
modi satyapal.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি নেতা সত্যপাল মালিকের (Satya Pal Malik) মন্তব্যকে ঘিরে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলা হয়েছিল সেটা নিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন সত্যপাল মালিক। সাক্ষাৎকারে তিনি জানান যে, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলাম যে এই ঘটনা আমাদের ভুলের কারণে ঘটেছে।' এই নিয়ে এবার আসরে নামল কংগ্রেস (Congress)। শনিবার কংগ্রেস বলে, 'আমাদের দেশের সেনারা নিরাপদে ভ্রমণের জন্য মাত্র ৫টি বিমান চেয়েছিল। কিন্তু মোদী সরকার তা প্রত্যাখ্যান করে। এরপর সেদিন বাধ্য হয়ে তারা বাসে গিয়েছিল। কেন্দ্রের একটি ভুলের কারণে আমাদের দেশের সৈন্যরা শহীদ হয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাবমূর্তি রক্ষায় নিয়োজিত ছিলেন। আমাদের নিজেদের ভাবমূর্তি আমাদের সেনাদের চেয়েও বেশি প্রিয় হয়ে ওঠে।'