নিজস্ব সংবাদদাতা : হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) অনুষ্ঠানে যাওয়ার পথে পুলিশের (police) বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগে এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) দ্বারস্থ হলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। রাজ্যপালের কাছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। বৃহস্পতিবার বাঁশবেড়িয়ায় (Bansberia) পুলিশ বাধা দিলে গাড়ি থেকে নেমে রাস্তায় বসে পড়েন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাঁশবেড়িয়ায় রাস্তায় বসেই হনুমান চালিশা পাঠ করেন তিনি। সঙ্গে ছিলেন দলের কর্মীরা। পুলিশকে সাংসদ বাধা দেওয়ার কারণও জিজ্ঞাসা করেন। বলেন, তিনি বহিরাগত নন। নিজের সাংসদীয় এলাকায় তাকে কেন বাধা দেওয়া হচ্ছে? এরপরই তিনি পুলিশের নামে নালিশ করেন রাজ্যপালকে।