নিজস্ব সংবাদদাতা: রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত তুঙ্গে। আজ শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে এটা স্পষ্ট হল আরো একবার। 'রাজ্যপাল যদি মনে করেন সব করবেন তাহলে সরকারের দরকার নেই। উনি গায়ের জোরে সব করছেন, যেন জমিদারি। যে রাজভবনে বসে আছেন সেই রাজভবনের টাকাও আমরা দিই', উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালকে নজিরবিহীন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'কলেজ, বিশ্ববিদ্যালয় রাজ্যপালের কথা শুনলে অর্থনৈতিক বাধা তৈরি করব। দেখব কোন উপাচার্যকে কীভাবে বেতন দেন। পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত'। দরকার পড়লে আমি রাজভবনের সামনে ধর্না দেব', অভিযোগ তুলে এবার সোজা রাজভবনের সামনে ধর্নায় বসার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।