BREAKING: বাজি কারখানায় ব্লাস্ট! যুদ্ধকালীন তৎপরতায় মমতা! বড় পদক্ষেপ

রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বজবজের মহেশতলায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এই নিয়ে এগরার পর আবার একটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটল বাংলায়। এবার বড় স্টেপ নিলেন মমতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
MAMATA DA

নিজস্ব সংবাদদাতা: রবিবার সন্ধ্যায় বজবজের মহেশতলার চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বাজি কারখানায় হওয়া ভয়াবহ বিস্ফোরণকাণ্ডে মারা যান ৩ জন। সোমবার সকালে ওই কারখানায় তল্লাশি অভিযান চালিয়ে ২০ হাজার কেজিরও বেশি বাজি উদ্ধার করা হয়েছে। এরপর সোমবার বিকেলে বজবজের মহেশতলায় বিস্ফোরণস্থলের উদ্দেশে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষ করেই রওনা দিলেন তিনি। 

এদিকে দুপুরেই বজবজের বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে সিআইডি। মহেশতলা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন সিআইডির আধিকারিকরা। ফরেন্সিকের একটি দলও গেছে সেখানে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।