নিজস্ব সংবাদদাতা: কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান পালন করছে পশ্চিমবঙ্গ সরকার। ধনধান্য অডিটোরিয়ামে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। স্টুডেন্ট কার্ড এবং কন্যাশ্রী নিয়ে দাবি করলেন, 'মেয়েরা আজ সবচেয়ে বেশি সুরক্ষিত'। জানালেন, 'বাংলার কন্যারা বিশ্বসেরা। এরাই একদিন বাংলাকে উচ্চতম আসনে নিয়ে যাবে'। মুখ্যমন্ত্রী বললেন, 'বাংলা থেকে স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল। বাংলাকে ধমকানি নয়, চমকানি নয়'।