নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার ২৫শে বৈশাখে বঙ্গে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে নিজের সফর শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এই নিয়ে তাঁকে খোঁচা দিতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাম না করে অমিত শাহের বঙ্গ সফরকে কটাক্ষ করে মমতা বলেন, 'বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা যায়। লিখে নিয়ে এসে বড় বড় কথা বলা যায়। নাম না জেনেও শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের জন্মস্থান বলা যায়। নির্বাচনের কারণে না জেনেও অনেক বড় বড় কথা বলা যায়। নির্বাচনে ৫ টাকা দিয়ে কাউকে কেনা যায় এটা যেন না ভাবে।'