নিজস্ব সংবাদদাতা: গতকাল অভিষেকের কনভয়ে আক্রমণ চালানো হয়। ইটবৃষ্টি হয়েছে বলে অভিযোগ। অভিষেক অভিযোগ করেন এই কাজ কুড়মিদের। এবার এই নিয়ে মুখ খুললেন মমতা। নবজোয়ার যাত্রায় এসে দোষ দিলেন বিজেপিকে।
'মন্ত্রীর গাড়িতে ভাঙচুর করেছে, আদিবাসী মহিলা, তার গাড়ি ভেঙেছে। অভিষেকের উপর হামলাও করতে গিয়েছিল', অভিযোগ মমতার। কুড়মিরা এই কাজ করেনি, দাবি করলেন মমতা। কুড়মিদের নামে বিজেপি এই কাজ করেছে, আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে মমতা বললেন, 'আমি সব সহ্য করতে পারি, আমি রক্ত সহ্য করতে পারি না'।