রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে হবেঃ মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, গত ১৮ দিন ধরে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকায় জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে মণিপুর রাজ্যে। শুধু তাই নয়, গত ৩ মে থেকে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ ব্যাংকিং, সরকারি ও বেসরকারি সেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  

author-image
SWETA MITRA
New Update
manipur cm.jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ চলতি মাসেই দফায় দফায় দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর (Manipur) রাজ্য। যদিও রাজ্যে এবার শান্তি ফিরিয়ে আনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তিনি আজ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ‘অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। এখন আমাদের মিশন হল মণিপুর রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। বর্তমানে দুই সম্প্রদায়ের মধ্যে কোনও লড়াই হয়নি এবং আগামী দিনে আর হবেও না বলে আশা করছি। মানুষ সরকারের সাথে রয়েছে, যখনই সরকার কিছু করার চেষ্টা করবে, প্রতিরোধ এবং গ্রহণযোগ্যতা উভয়ই থাকবে।‘ উল্লেখ্য, গত ১৮ দিন ধরে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকায় জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে মণিপুর রাজ্যে। শুধু তাই নয়, গত ৩ মে থেকে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ ব্যাংকিং, সরকারি ও বেসরকারি সেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুরের ডাকা 'আদিবাসী সংহতি মিছিল' চলাকালীন রাজ্যের ১০টিরও বেশি জেলায় হিংসার ঘটনা ঘটে। এরপর শান্তি বজায় রাখতে গত ৩ মে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ক্ষমতাসীন বিজেপি সরকার। দেখুন ভিডিও...