BREAKING : পাঠানকোটে ৫টি বিস্ফোরণ ! তীব্র বিস্ফোরণে কেঁপে উঠলো জম্মু, দেখুন বড় খবর
যুদ্ধ পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা পাওয়া কতটা জটিল হবে? খোঁজ নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী
BREAKING : ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার জের ! সমস্ত ছুটি বাতিল করলো দিল্লি এইমস (AIIMS)
BREAKING : প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নিয়েছেন ! এবার মোদির ভূয়সী প্রশংসা করলেন অধীর
BREAKING : উরি সীমান্তে ফের গোলাবর্ষণ করলো পাকিস্তান ! পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীর
BREAKING : তড়িঘড়ি তিন সেনা প্রধানের সাথে বৈঠক করলেন মোদি ! কোন বড় সিদ্ধান্তের পথে ভারত ?
BREAKING : পাকিস্তানকে শিক্ষা দিতে আমাদের সেনাবাহিনীই যথেষ্ট ! এবার সেনাবাহিনীকে নিয়ে বড় মন্তব্য করলেন তেজস্বী যাদব
৩০০-৪০০টা ড্রোন ঢুকেছিল ভারতের আকাশে, স্পষ্ট করলেন কর্নেল কুরেশি
BREAKING : জরুরি অবস্থার জোরদার প্রস্তুতি গুজরাটে ! বাতিল হল সরকারি কর্মীদের ছুটি

চীনের স্বার্থ দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়ঃ ম্যাক্রোঁ

ম্যাক্রোঁ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন তিন দিনের সফরে বুধবার বেইজিং পৌঁছেছেন। সূত্রে খবর, দুই রাষ্ট্রপ্রধান ইউক্রেনে যুদ্ধের অবসান ত্বরান্বিত করতে চীনকে সম্পৃক্ত করার বিষয়ে তাদের অভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করবেন।

author-image
Harmeet
New Update
French President Emmanuel Macron

নিজস্ব সংবাদদাতাঃ বেইজিং পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বেইজিংয়ে পৌঁছানোর পর বলেন, 'ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের বিষয়ে, যে কেউ আক্রমণকারীকে সহায়তা করবে, সে তার সহযোগী হবে।' ম্যাক্রোঁ বলেন, 'চীনের স্বার্থ দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়।' তিনি আরও বলেন, 'সংঘাতের শুরু থেকেই আমরা ভুক্তভোগীকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি।' ম্যাক্রোঁ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন তিন দিনের সফরে বুধবার বেইজিং পৌঁছেছেন। সূত্রে খবর, দুই রাষ্ট্রপ্রধান ইউক্রেনে যুদ্ধের অবসান ত্বরান্বিত করতে চীনকে সম্পৃক্ত করার বিষয়ে তাদের অভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করবেন। ম্যাক্রোঁ বলেন, "রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইউক্রেনের সংঘাতে চীন 'বড় ভূমিকা' পালন করতে পারে।"