নিজস্ব সংবাদদাতা : এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১০ দিন পার। একাধিকবার খাদিকুল গ্রামে গিয়ে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করার কর্মসূচি গ্রহণ করলেও তা বাতিল করতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও তার সফরসূচিতে বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া তো কখনও আবার এসে পড়েছে অন্য কাজ। শেষ পর্যন্ত ঘটনার ১১ দিনের মাথায় খাদিকুলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ঘটনার এতদিন পরে তার খাদিকুলে যাওয়া নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করেছে বিরোধীরা। এ নিয়ে পাল্টা তোপ দেগেছে রাজ্যের শাসকদলও। শেষ পাওয়া খবর অনুযায়ী, সকাল সাড়ে ১০ টা নাগাদ ডুমুর জলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে এগরার উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। খাদিকুল গ্রামে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাডও। তার ৫০০ মিটারের মধ্যেই বাঁধা হয়েছে মঞ্চ। কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উন্মাদনা চোখে পড়ার মতো।