বেথুন কলেজিয়েট স্কুল : ১৭৫ বছর! বর্ষ পূর্তির অনুষ্ঠানে সুভাষ-বঙ্কিমকে স্মরণ মুখ্যমন্ত্রী মমতার

১৭৫ বছরে পদার্পণ করলো বেথুন কলেজিয়েট স্কুল। সেই উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Pallabi Sanyal
New Update
mamata bethun

বেথুন কলেজিয়েট স্কুলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : ১৭৫ বছরে পদার্পণ করলো বেথুন কলেজিয়েট স্কুল। সেই উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে দুই কৃতী বাঙালি নেতাজি সুভাষ চন্দ্র বসু ও বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ১৭৫ বছর পূর্তির অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ''বাংলার ইতিহাস, গর্বের ইতিহাস। বাংলার মতো এত সৃষ্টি কৃষ্টি কোথাও নেই। দেশকে জয়হিন্দ স্লোগান দিয়েছে বাংলার সুভাষচন্দ্র। বঙ্কিমের বন্দে মাতরম সারা দেশে সামাদৃত।''

 অন্যদিকে, নারী শিক্ষা প্রসারে বেথুন কলেজিয়েট  স্কুলের ভূমিকাওতুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, ''১৭৫ বছর আগের চারা গাছ আজ মহীরুহে পরিণত হয়েছে।নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বেথুন স্কুলের।নারী শিক্ষা ছাড়া সমাজ এগোতে পারে না।''