৩৬ হাজার চাকরি বাতিল! আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা

ডিএ আন্দোলনকারীদের জন্যই ৩৬ হাজার চাকরি গেল বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
mamata

মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : আদালতের নির্দেশে প্রাথমিকের ৩৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরি হারাতে বসেছেন। আর এ নিয়েই এবার মন খারাপ না করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তিনি চাকরি বাতিলের দায়ে কাঠগড়ায় তোলেন ডিএ আন্দোলনকারীদের। ডিএ আন্দোলনকারীদের জন্যই ৩৬ হাজার চাকরি গেল বলে মন্তব্য করেন তিনি। চাকরি বাতিলের নির্দেশে অনেকেই ডিপ্রেশনে ভুগছেন। তারা কিছু করে ফেললে কী হবে সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, মন খারাপ না করতে। তাদের পাশে রয়েছে সরকার। নিয়োগ দুর্নীতির মামলার কারণে বিভিন্ন দফতরে নিয়োগ বন্ধ বলেও দাবি করেন তিনি।  প্রথমিকের চাকরি বাতিলকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের ডিভিশন বেঞ্চে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।