Breaking: মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি! মুহূর্তে শোরগোল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

author-image
Probha Rani Das
New Update
Mamata Chandrachurr.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। রাজ্যের বিভিন্ন মামলায় কলকাতা হাইকোর্টের রায় নিয়ে বিভিন্ন অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই আবহেই কলকাতা শহরে আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় শুক্রবার বিকেলে কলকাতায় আসবেন দেশের প্রধান বিচারপতি। শুক্রবার বিকেল ৫টা নাগাদ কলকাতা হাইকোর্টে যাবেন তিনিতিনি কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবে'র ২০০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন। 

CM MAMATA.jpg

প্রসঙ্গত, আজ হাইকোর্টের অনুষ্ঠান সম্পন্ন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় শনিবারও প্রধান বিচারপতি কলকাতায় থাকার সম্ভাবনা রয়েছে। সেদিন কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হোটেলে দু'‌জনের বৈঠক হতে পারে।

জানা গিয়েছে, শনিবার বাইপাসের ধারের একটি হোটেলে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন। তখনই দুজনের মধ্যে কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে।