নিজস্ব সংবাদদাতাঃ বিশাখাপত্তনম বিমানবন্দরে শহীদ চন্দ্রমৌলীর মরদেহ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা জানান। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কে. রামমোহন নাইডু, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙ্গালাপুড়ি অনীতা এবং বিশাখাপত্তনমের সাংসদ শ্রীভরত। মরদেহবাহী সজ্জিত গাড়ির পাশে কিছুদূর হেঁটে মুখ্যমন্ত্রী যোগ দেন জনতার ‘ভারত মাতার জয়’ স্লোগানে, যা ছড়িয়ে পড়ে গোটা রাস্তায়। পরে সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী বলেন, 'এই হামলা ছিল পূর্বপরিকল্পিত ও সংগঠিত এক জঙ্গি আক্রমণ।'
/anm-bengali/media/media_files/2025/04/22/bFTZRpcGuFNlLXuzSy1p.jpg)
চন্দ্রবাবু নাইডু আরও বলেন, "এটি কেবল কয়েকজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং ভারতের সংহতি ও শান্তির ওপর আঘাত।" তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের মতে চন্দ্রমৌলী পালাতে চেষ্টা করেছিলেন, কিন্তু তাকেও নির্মমভাবে গুলি করা হয়। চন্দ্রবাবু নাইডুর কথায়, কাশ্মীরে সাম্প্রতিক সময়ে শান্তিপূর্ণ নির্বাচন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাওয়ার পরেও এমন হামলা অত্যন্ত নিন্দনীয় ও বেদনাদায়ক।