Cyclone Mocha : ভূমিধস! ক্ষত-বিক্ষত হতে চলেছে ওপার বাংলা

শনিবার সকাল ৮ টা নাগাদ চট্টোগ্রাম বন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল মোচা। কক্সবাজার থেকে এর দূরত্ব ছিল ৭৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। রবিবার দুপুরে হবে ল্যান্ডফল।

author-image
Pallabi Sanyal
New Update
bangladesh mocha

মোচা-সতর্কতা

নিজস্ব সংবাদদাতা  : পশ্চিমবঙ্গে তেমন কোনো প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড় মোকার দাপটে ক্ষত-বিক্ষত হতে চলেছে ওপার বাংলা, আবহাওয়ার পূর্বাভাসে মিললো তেমনই ইঙ্গিত। বাংলাদেশ আবহাওয়া অধি দফতরের তরফে জানানো হয়েছে যে ব্যাপক ঝড়-বৃষ্টির পাশাপাশি  চট্টগ্রাম, সিলেট ও বরিশাল সহ কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে রয়েছে ভূমিধসের সম্ভবনা।  প্রসঙ্গত, শনিবার সকাল ৮ টা নাগাদ চট্টোগ্রাম বন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল মোচা। কক্সবাজার থেকে এর দূরত্ব ছিল ৭৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। রবিবার দুপুরে হবে ল্যান্ডফল। আর তারপরই ক্ষত-বিক্ষত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত ওপার বাংলার মানুষজন।