নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের নাম জড়িয়েছে পুর নিয়োগ দুর্নীতিতে। এবার পুরসভায় টাকার বিনিময়ে চাকরির অভিযোগে তার বিরুদ্ধে হতে চলেছে কড়া পদক্ষেপ। তাকে পুর মামলায় জিজ্ঞাসাবাদের তোড়জোর শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডির চার্জশিটে অয়নের বিরুদ্ধে ৪৫ কোটি টাকার অর্থ তছরূপের অভিযোগ আনা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে পুর নিয়োগ দুর্নীতিরও। অয়নকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআই বিশেষ আদালতে আবেদন জানালেও ইডি যেহেতু অয়নকে গ্রেফতার করেছিল, ইডির আদালতেই আবেদন জানালে হবে বলে জানিয়ে দেয় আদালত। সেই মতোই চলছে প্রস্তুতি। উল্লেখ্য, হাইকোর্ট আগেই জানিয়েছিল যে প্রয়োজনে পুর নিয়োগ দুর্নীতি মামলায় দায়ের করা যাবে এফআইআর। সেই মতো ২২ এপ্রিল মামলাও করে সিবিআই। এবার পুর নিয়োগে দুর্নীতির রহস্য ভেদ করতে অয়ন শীলকে জেরা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।