নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের আবহে শুধুমাত্র মনোনয়নকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হল সেই ভাঙড়ে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই চলে এসেছেন এলাকায়। পঞ্চায়েত ভোটে গোটা প্রক্রিয়া যাতে নিরাপদে হয় এবং মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার জন্য দাবি করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর। স্পর্শকাতর এলাকা ছাড়াও নজরে ছিল গোটা বাংলা। এর মধ্যে সবথেকে বেশি স্পর্শকাতর এলাকাগুলির মধ্যে অন্যতম হল ভাঙড়। মনোনয়ন পর্বের প্রতিটি দিনেই সকাল থেকে অশান্তি হয়েছে। নির্বিচারে বোমা, গুলি চলেছে ভাঙড়ে। ১ এবং ২ নম্বর ব্লক আলোচনায় থেকেছে অশান্তিকে কেন্দ্র করে। এখন আপাতত এক কোম্পানির জওয়ান আনা হয়েছে।