Panchayat Breaking: রাজ্যে আরো ১০ দিন কেন্দ্রীয় বাহিনী!

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হওয়ার আগে থেকেই যে পরিমাণ হিংসা এবং সন্ত্রাস শুরু হয়ে গেছে তাতে বিরোধীরা ভোটের আগে হিংসা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আনার দাবি করতে থাকে। সেই কেন্দ্রীয় বাহিনী আসার পর এখনও যায়নি রাজ্য থেকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলায় রাজ্যে আরো ১০ দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী। অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর এলাকা শনাক্ত করবে। সেইসব জায়গাতেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ প্রধান বিচারপতির। আদালত অনুমতি দিলে পর্যায়ভিত্তিকভাবে তাদের প্রত্যাহার করা হবে, এমনটাই জানাল কেন্দ্র সরকার। যাঁরা বাড়ি ফিরতে পারছেন না তাঁদের ফেরানোর ব্যবস্থা করবে পুলিশ। জেলার পুলিশ সুপার বিষয়টার উপর নজর রাখবেন, নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।