নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ টালবাহানার পর সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে বিচারক হিমাদ্রিকুমার নাথ এবং ইনভেস্টিগেটিং অফিসারের উপস্থিতিতে রুদ্ধদ্বার কক্ষে তাঁর কণ্ঠ স্বর রেকর্ড করা হয়। পাহাড় প্রমাণ নিয়োগ দুর্নীতির শিকড় খুঁজে বের করার জন্য এটাই বড় হাতিয়ার বলে মনে করছে সিবিআই।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর থেকেই একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। ফলে দীর্ঘদিন চেষ্টার পরও সিবিআই কণ্ঠস্বর রেকর্ড করতে পারছিল না। শারীরিক অবস্থার অবনতির কারণে জেলে হাজিরাও দিতে পারছিলেন না। চারবারের বিফল চেষ্টার পর মঙ্গলবার লক্ষ্যপূরনে সফল হয়েছে সিবিআই।
জানা গিয়েছে, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পাঠানো হবে দিল্লিতে। সেখানকার ল্যাবে হবে যাবতীয় পরীক্ষা। সিবিআইয়ের কাছে থাকা অডিও ক্লিপের সঙ্গে এদিনের কন্ঠস্বরের নমুনা মিললে নিয়োগ দুর্নীতির তদন্তে অনেকটা সুরহা হবে বলছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে প্রথম শোনা গিয়েছিল ‘কালীঘাটের কাকু'র নাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিয়োগ দুর্নীতির একটি বড় অংশ তাঁর খাতে জমা হত। তারপরই কেন্দ্রীয় তদন্তকারী দলের র্যাডারে আসেন সুজয়কৃষ্ণ । ২০২৩ সালে সিবিআইয়ের কাছে গ্রেফতার হন তিনি। তারপর ইডির কাছেও গ্রেফতার হন ।