নিজস্ব সংবাদদাতা : অপেক্ষার মাত্র কিছুক্ষণ। তারপরেই নিজাম প্যালেসে হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবারই তলব করা হয় অভিষেককে। সোনামুখীতে নবজোয়ার যাত্রা স্থগিত রেখে কলকাতায় ফিরে আসেন তিনি। শনিবার সকাল ১১ টায় সিবিআই দফতরে তার হাজিরা দেওয়ার কথা। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নিজাম প্য়ালেস চত্ত্বরে। মজুত রয়েছে ডগ স্কোয়াডও। সিবিআই সূত্রে খবর, বেশ লম্বা প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে অভিষেকের জন্য। কিন্তু কোন কোন বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মোট পাঁচ পাতার প্রশ্নমালা প্রস্তুত। এবার শুধু অভিষেকের আসার অপেক্ষা। এদিন অভিষেকের হাজিরা থেকে জিজ্ঞাসাবাদ পর্ব সমাপ্ত হওয়া পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বার বার আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করা থেকে নানা আইনি লড়াই লড়েছেন অভিষেক। কিন্তু শেষ পর্যন্ত তাকে হাজিরা দিতেই হবে। আদালতের রায় শিরোধার্য বলেও মন্তব্য করেছিলেন তিনি। এখন দেখার তদন্তকারীদের সঙ্গে ঠিকমতো সহযোগিতা করেন কিনা।