পুর নিয়োগ দুর্নীতি : মেলেনি সব প্রশ্নের উত্তর! এবার কী করবে সিবিআই?

প্রেসিডেন্সি জেলে প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ চালানো হয় প্রোমোটার অয়নকে। তার বিরুদ্ধে রাজ্যের ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রির অভিযোগ রয়েছে।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
ayan shil

অয়ন শীল

নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতিতে চাকরি বিক্রির পাশাপাশি পুরসভার চাকরি বিক্রির তদন্তেও তৎপরতা বাড়ছে সিবিআইয়ের। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ধৃত অয়ন শীলকে জেলে গিয়ে জেরা করল সিবিআই। প্রেসিডেন্সি জেলে প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ চালানো হয় প্রোমোটার অয়নকে। তার বিরুদ্ধে রাজ্যের ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রির অভিযোগ রয়েছে। কীভাবে চলেছিল গোটা প্রক্রিয়া তা জানতে মরিয়া তদন্তকারীরা। সিবিআইয়ের অভিযোগ, বেশিরভাগ প্রশ্নই এড়িয়ে গিয়েছে অয়ন। মেলেনি কোনো সদুত্তর। এরপর নিজেদের হেফাজতে নিয়ে অয়নকে জেরা করার ভাবনাচিন্তা করা হচ্ছে বলে খবর সিবিআই সূত্রে।