নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সিবিআইয়ের নোটিশ পৌঁছনো থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে নিজাম প্যালেসে টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্ব, আলোড়ন ফেলেছে রাজ্য রাজনীতিতে। অভিষেকের বয়ান রেকর্ড করা হয়েছিল। এবার অভিষেকের জবাবের সূত্র ধরে কুন্তল ঘোষকে জেলে গিয়ে জেরার সম্ভাবনা রয়েছে সিবিআইয়ের। কুন্তলের মুখেই একাধিকবার অভিযোগ শোনা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তার ওপর চাপ সৃষ্টি করছে কেন্দ্রীয় এজেন্সি। এই মর্মে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকেই আলিপুর আদালত ও হেস্টিংস থানায় চিঠি মারফত অভিযোগ জানিয়েছিলেন হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। চাকরি বিক্রিতে আরো কিছু এজেন্টের খোঁজ মিলেছে। সে বিষয়ে অভিষেকের দেওয়া তথ্য যাচাই করতে এবার কুন্তলের কাছে যাওয়ার ভাবনা তদন্তকারীদের।