করমণ্ডল দুর্ঘটনার দ্বিতীয় দিনে সক্রিয় CBI! কী কী পেল?

ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ কতদিনে ভোলা যাবে তা বলা যাচ্ছে না। রীতিমতো বিভীষিকায় পরিণত হয়েছে এই দুর্ঘটনা। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭৫ জনের।

author-image
Anusmita Bhattacharya
New Update
cor10

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বালেশ্বরে কীভাবে ঘটল ট্রেন দুর্ঘটনা? ভয়ানক ওই দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি অন্তর্ঘাত? করমণ্ডল দুর্ঘটনার সময়ে কি ম্যানুয়াল সিস্টেম ব্যবহার করা হয়েছে? সব তথ্য জানতে বাহানাগায় তদন্ত চালাচ্ছে সিবিআই। টিমের নেতৃত্বে জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। জানা গেছে যে রেলের অফিসার ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করবে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলতে পারেন সিবিআইয়ের আধিকারিকরা। দুর্ঘটনার পর থেকেই সক্রিয় হয়ে উঠেছে সিবিআই।