বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া : বাঁকুড়ার সিমলাপালে সভা বাতিল করল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করল তৃণমূল। ঝড় বৃষ্টি সেই অর্থে না হলেও সভার নির্দিষ্ট সময়ে বজ্রপাত শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণেই সভা বাতিল বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, সিমলাপালে নব জোয়ার কর্মসূচিতে এসে সিমলাপালে জনসভা করার কথা ছিল দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যদিও তা ভেস্তে যায়।