সরকারি চাকরি দিলেই তৃণমূলে পা! ভাইরাল অডিও ক্লিপ নিয়ে শোরগোল

সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স জানান, 'এই অডিওতে আমাদের কেউ কথা বলেনি।বিজেপির গোষ্ঠী কোন্দলের প্রকাশ পাচ্ছে। এটা বিজেপির তৈরি করা অডিও।'

author-image
Pallabi Sanyal
New Update
tmc bjp sabang

আবু কালাম বক্স -অজিত দত্ত গুপ্ত

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :  সরকারি চাকরি দিলে তৃণমূলে আসা সম্ভব! মন্ডল সভাপতির অডিও ক্লিপ ঘিরে 
শোরগোল সবংয়ে। যদিও ওই অডিওর সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ। 


গত দুদিন ধরে সবং ব্লকে ঘুরে বেড়াচ্ছে বিজেপির মন্ডল সভাপতির অডিও ক্লিপ। যেখানে শোনা যাচ্ছে, অপর প্রান্তের এক ব্যাক্তি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আবু কালাম বক্সের নাম করে বলছেন 'বায়োডাটা রেডি করুন। চাকরি হলে আমাদের দলে আসবেন তো?' তখন অপর প্রান্ত থেকে বিজেপির মন্ডল সভাপতির উত্তর আসছে, 'আগে চাকরি, তারপর সিদ্ধান্ত নেব।' আর এই অডিও ক্লিপ ঘিরে শোলগোল পড়েছে 
পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে।যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ। অপরদিকে, 'এই অডিও তৈরি 
করা, নিজের নয়' বলে দাবি করেছেন বিজেপির মন্ডল সভাপতি অজিত দত্ত গুপ্ত। অপরদিকে, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের 
সভাপতি আবু কালাম বক্স জানান, 'এই অডিওতে আমাদের কেউ কথা বলেনি।বিজেপির গোষ্ঠী কোন্দলের প্রকাশ পাচ্ছে। এটা 
বিজেপির তৈরি করা অডিও।আর অজিত দত্ত গুপ্ত কত বড় নেতা যে তাকে তৃণমূলে নিতে হবে।সবংয়ে ওদের পায়ের মাটি 
সরে যাচ্ছে।' অপরদিকে এই অডিও ক্লিপ ঘিরে সবং জুড়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।