নিজস্ব সংবাদদাতাঃ অনুব্রতের নেতৃৃত্বেই চলবে বীরভূমের তৃণমূলের কোর কমিটি। সূত্র মারফত জানা গিয়েছে আজ সকালে বীরভূমে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক শেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন যে, বীরভূমের কোর কমিটির দায়িত্বেই থাকবেন দাপুটে নেতা অনুব্রত মণ্ডল।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন তিহার জেলে বন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। হাজতবাসের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অপরে বিশ্বাস এবং আস্থা রেখেছিলেন। পুজোর কিছুদিন আগেই তিনি জেল থেকে বাড়ি ফেরেন। এরপরেও বজায় রয়েছে সেই আস্থা। সেইমত আজ জানা গিয়েছে যে, বীরভূমের কোর কমিটির দায়িত্বেই থাকবেন তিনি। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, আগামী ১৫ ডিসেম্বর এই কমিটির বৈঠক হতে চলেছে।