নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে অশান্তি বৃদ্ধি পাচ্ছে। আজ পাঁচলায় গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সেখান থেকেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, "চুরিতে নোবেল পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রণে, বনে, জলে, জঙ্গলে সব জায়গায় চুরি করেছেন মুখ্যমন্ত্রী। পারলে চন্দ্রযানটাও চুরি করে নিতেন মমতা বন্দ্যোপাধ্যায়"।