নিজস্ব সংবাদদাতা: জাতীয় তদন্তকারী সংস্থা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় জড়িত থাকার জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা হয়েছে কুপওয়ারা জেলার মহম্মদ উবাইদ মালিককে। এনআইএ-এর তরফে জানানো হয়েছে, জইশ-ই-মোহাম্মদ সন্ত্রাসী গোষ্ঠীর অপারেটিভ মহম্মদ উবাইদ মালিক পাকিস্তান-ভিত্তিক জেইএম কমান্ডারের সাথে ক্রমাগত যোগাযোগে ছিলেন। তদন্তে জানা গিয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি গোপন তথ্য বিশেষ করে সৈন্য ও নিরাপত্তা বাহিনীর গতিবিধি সম্পর্কে পাকিস্তান-ভিত্তিক কমান্ডারদের জানাতেন। আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এনআইএ-এর আধিকারিকরা।