নিজস্ব সংবাদদাতাঃ আজ জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান। আর জি করের ঘটনার বিচারের দাবী চেয়ে আজ জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। আজ তারা তাদের ৫ দফা দাবী নিয়ে স্বাস্থ্য ভবনের দিকে অগ্রসর হতে চলেছে।
/anm-bengali/media/post_attachments/024087a74a578d4d053b048db1b64c3b01b6b80b874be27ff893318b2ec76b55.jpg)
তবে এই অভিযানের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত রাজ্য পুলিশ। স্বাস্থ্য ভবনের সামনে বসানো হচ্ছে গার্ড রেল। যাতে ভবনের মধ্যে কোনও আন্দোলনকারী ঢুকতে না পারেন। স্বাস্থ্য ভবনের আশেপাশের রাস্তায় জারি রয়েছে ১৪৪ ধারা।
/anm-bengali/media/post_attachments/2f78230d-260.png)