ব্রেকিংঃ অবশেষে বাগে এল বাঘিনী, খাঁচাবন্দি হল জিনাত

খাঁচাবন্দি হল জিনাত।

author-image
Adrita
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে মিলল সাফল্য। সূত্র মারফত জানা গিয়েছে, বিগত দিনের প্রচেষ্টার ফলে বাগে এল বাঘিনী জিনাত। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, রবিবার বাঁকুড়া জেলার রানীবাঁধ থানার গোপালপুর বারুনিয়া গ্রাম সংলগ্ন এলাকাতে বন দফতরের খাঁচায় বন্দি হল বাঘিনী জিনাত।  

royal-bengal-tiger-joynagar_480x480