নিজস্ব সংবাদদাতাঃ পর্ণগ্রাফিকাণ্ডে রাজ কুন্দ্রাকে তলব করল ইডি। সূত্র মারফত জানা গিয়েছে যে, আগামীকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/abp/2024/Dec/1733029720_raj-kundra.jpg)
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা সম্পর্কিত অর্থ পাচারের তদন্তের জন্য তার বাসভবন এবং অফিসগুলিতে অভিযান চালানো হয়েছে।
/anm-bengali/media/post_attachments/abp/2024/Nov/1732860976_1698672150_raj-6.jpg)