নিজস্ব সংবাদদাতাঃ আজ সকাল থেকেই ফুল অ্যাকশনে রয়েছেন ইডির আধিকারিকরা। সূত্র মারফত জানা গিয়েছে যে, রেশনবণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিন চালকল মালিক।
সূত্র মারফত জানা গিয়েছে যে, এই তিন চালকলের মালিকদের মিলে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয় গতকাল গভীর রাত পর্যন্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরে আজ সকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।