BREAKING: ইডির হাতে গ্রেফতার ৩ জন চালকল মালিক, চলছে তল্লাশি

চলছে তল্লাশি।

author-image
Adrita
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতাঃ আজ সকাল থেকেই ফুল অ্যাকশনে রয়েছেন ইডির আধিকারিকরা। সূত্র মারফত জানা গিয়েছে যে, রেশনবণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিন চালকল মালিক।

বড় খবর, রাজ্যের মন্ত্রীকে ইডির তলব

সূত্র মারফত জানা গিয়েছে যে, এই তিন চালকলের মালিকদের মিলে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয় গতকাল গভীর রাত পর্যন্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরে আজ সকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

Ration Scam: কীভাবে চলত রেশনের কালো চক্র? কেলেঙ্কারির মোডাস অপারেন্ডি ফাঁস  করল ED - Bengali News | ED issues press release over alleged Ration Scam in  West Bengal | TV9 Bangla News