নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি হাইকোর্টে সিবিআই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের বিষয়ে শুনানি চলছে। সিবিআইয়ের প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট ডিপি সিং আদালতকে জানিয়েছেন যে ট্রায়াল কোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে একটি চার্জশিট দাখিল করা হয়েছে। তিনি যুক্তি দিয়েছিলেন যে শুধুমাত্র চার্জশিট দাখিল করলে কেজরিওয়াল জামিনের অধিকারী হবেন না।
/anm-bengali/media/post_attachments/2667e111109787efeb1616055b753b90461c2caacae71f013bbce18ebbb07bca.jpg)