নিজস্ব সংবাদদাতাঃ ফের মাওবাদীদের আতঙ্ক ছড়াল শহরে। সূত্র মারফত জানা গিয়েছে যে, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ছত্তিশগড় আর্মড ফোর্সের কোম্পানি কমান্ডারকে কুপিয়ে হত্যা করেছে মাওবাদীরা।
এলাকায় জারি রয়েছে পুলিশি টহলদারি।
Chhattisgarh Armed Force (CAF) company commander hacked to death by Naxalites in state's Bijapur district: Police