নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের নাম জড়িয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা দিয়ে নিয়োগপত্র দেওয়ার নাম করে প্রতারণা করেছেন।
অভিযোগকারী অভিযোগ করেছেন যে, মোজাম্মেল হোসেন তার কাছ থেকে বারবার লক্ষাধিক টাকা নিয়েছেন। পরবর্তীকালে ভুয়ো নিয়োগপত্র দেওয়ায় টাকা ফেরত চাইতে গিয়ে মিলেছে বাউন্স চেক। পরবর্তীকালে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু আদালতের নির্দেশও অমান্য করেছেন মোজাম্মেল হোসেন।
সূত্র মারফত জানা গিয়েছে যে, আদালত মোজাম্মেল হোসেনকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলেও, আদালতের নির্দেশ তিনি মানেন নি। অভিযোগকারী ফের তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। পরবর্তী দিনে তিনি আবারও আদালতে দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।