নিজস্ব সংবাদদাতাঃ আগামিকাল গ্রামীণ ভারত বনধের ডাক দিয়েছে কৃষক ও শ্রমিক সংগঠন। ভোর ৬টা থেকে বিকেল ৪টে অবধি বনধের ডাক দেওয়া হয়েছে। পঞ্জাবে রেল অবরোধ ও জাতীয় সড়কগুলিতে চাক্কা জ্যামও করবে আন্দোলনকারী কৃষকরী। তবে সূত্র মারফত জানা গিয়েছে যে,
বনধের দিন বিভিন্ন সরকারি, বেসরকারি অফিস ও দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া পরিবহন, কৃষিকাজও বন্ধ রাখা হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ প্রকল্পের অধীনে ১০০ দিনের কাজও বন্ধ রাখা হবে। বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন, অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, স্কুল-কলেজ, বিয়ের অনুষ্ঠানে কোনও প্রভাব পড়বে না। এমনকি খোলা থাকবে ব্যাঙ্ক-কাছারিও।