ব্রেকিং: 'বিরোধীদের জোট নয়, ৮০ টি আসন বিজেপির জোটে'

বিরোধীদের জোটকে গুরুত্ব দিতে নারাজ এনডিএ। এবার এই বিষয়ে মন্তব্য করলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রতিষ্ঠাতা। 

author-image
Aniket
New Update
BJP BI PA.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ বিরোধীদের মহা বৈঠক হতে চলেছে বেঙ্গালুরুতে। পাল্টা এনডিএ-এর মহা বৈঠক হবে আজ দিল্লিতে। বিরোধীদের বৈঠককে প্ৰথম থেকেই পাত্তা দিচ্ছে না এনডিএ। এবার বিরোধীদের জোটকে কটাক্ষ করলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রতিষ্ঠাতা ওম প্রকাশ রাজভার।

Om Prakash Rajbhar changes track, again - The Hindu

তিনি বলেছেন, "দেশের রাজনীতিতে আর লড়াইয়ের মতো কিছু নেই। আপনি যদি উত্তরপ্রদেশের দিকে তাকান, সেখানে মাত্রা ৮০ টি আসন রয়েছে। বিরোধীরা কোথায় জিতবে? ৮০ টি আসনই এনডিএ জিতবে। আমি মনে করি নির্বাচন এখন কেবল একটি আনুষ্ঠানিকতা, বিরোধীরা যত খুশি শব্দ করতে পারে। বিরোধীদের জোট কোনও উদ্দেশ্য পূরণ করতে পারবে না। আমাদের জোট একটি জাতীয় স্তরের জোট"।