ব্রেকিংঃ ভয়াবহ দুর্ঘটনা ! ধসে পড়ল কারখানার চিমনির একাংশ

বড় খবর সামনে এল।

author-image
Adrita
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতাঃ মুঙ্গেলির সারগাঁওয়ে একটি গলানোর কারখানার সাইলো কাঠামো ধসে পড়ে শ্রমিকরা আটকা পড়েছে বলে জানা গেছে। আহত এক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। উদ্ধার অভিযান চলছে।