নিজস্ব সংবাদদাতা: ইউক্রেন নিয়ে আলোচনায় বসলেন ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে , ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিজয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন । গত বছর ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর জনসন রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। উল্লেখ্য , কিয়েভের প্রতি সমর্থন বজায় রাখার বিষয়ে নিয়ে ডোনাল্ড ট্রাম্প রাজনীতিবিদের সাথে আলোচনা করেছেন। তবে এই দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হওয়ায় বেশ চাপে ফেলছে রাশিয়ার প্রশাসনকে।