তুষারপাত! বিপদের মুখে পর্যটকরা

জম্মু ও কাশ্মীরে লাগাতার চলছে তুষারপাত । এই তুষারপাতের জেরে আটকে পড়েছে বহু পর্যটক ।

author-image
New Update
jammu 19

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরে লাগাতার চলছে তুষারপাত।  এই তুষারপাতের জেরে জম্মু ও কাশ্মীরের কাজিগুন্ড সুড়ঙ্গের মধ্যে  আটকে পড়েছে বেশ কয়েকজন পর্যটক।   বর্ডার রোডস অর্গানাইজেশন আট পর্যটকসহ ১০ জনকে উদ্ধার করেছে।  জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার পাহলগামের বেতাব উপত্যকা, অনন্তনাগ এবং মাচিল এলাকা সহ কাশ্মীরের কিছু অংশে সোমবার ভারী তুষারপাত হতে দেখা যায়।  আবহাওয়া দফতর , আগামী ২-৩দিন জম্মু ও কাশ্মীরে ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে।  উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে লাগাতার তুষারপাতের জেরে স্তব্দ হয়েছে পড়েছে জনজীবন।