নিজস্ব সংবাদদাতা : সপ্তাহে এমন একটাও দিন পাওয়া যাবে না যেদিন বোমা-বারুদ উদ্ধার হয় না রাজ্যে। বিগত কয়েকদিন ধরেই লাগাতার বোমা উদ্ধার করা হচ্ছে বিভিন্ন জেলা থেকে। পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় সুর চড়াচ্ছে বিরোধীরা। তবে কি নির্বাচনকে সামনে রেখেই বোমা মজুত করছে শাসক শিবির? উঠছে এমনই সব প্রশ্ন। ৩১ মে বীরভূম থেকে তাজা বোমা উদ্ধারের পর বৃহস্পতিবার ১ জুন মুর্শিদাবাদ থেকে উদ্ধার হল বোমা। পুলিশ-প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে বোমা ভর্তি ব্যাগ লুকিয়ে রাখা হচ্ছে এদিক ওদিক তা নিয়ে নিশানা করতে শুরু করেছে বিরোধীরা। কান্দির যশোহরি গ্রামে এক কালভার্টের নীচ থেকে উদ্ধার হয়েছে বোমার ব্যাগ।