নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হল না, জেলায় জেলায় অব্যাহত বোমা উদ্ধার! তবে কী অশান্তি জারি থাকবে পঞ্চায়েত নির্বাচনেও। চাকদার ঘটনায় উঠছে প্রশ্ন। প্রতিদিনের মতোই শুক্রবার সকালে দোকান খুলতে গিয়েছিলেন হাবিব মণ্ডল। তখনই তার চোখে পড়ে একটি বোমা ভর্তি ব্যাগ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। চাকদা থানার মদনপুর খালধার পাড়ায় কল্যাণী পঞ্চায়েত সমিতির তৃণমূলের খাদ্য কর্মাধ্যক্ষ হাবিব মণ্ডলের দোকানটি অবস্থিত। প্রথমে ব্যাগে কী আছে বুঝতে পারেননি তিনি। ভেবেছিলেন চাষীরা হয়তো ব্যাগ রেখে মাঠে কাজে গিয়েছেন। কিছু নিমেষেই ভাঙে ভুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। বোমা গুলি উদ্ধার করে তারা। এই ঘটনায় একে অপরে কাঠগড়ায় তুলেছে শাসক ও বিরোধী দল।