নিজস্ব সংবাদদাতা: ৩৬০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ পর্ষদের। হাইকোর্টে চ্যালেঞ্জ জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। একক বেঞ্চের (Single Bench) নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করার অনুমতি দিলো ডিভিশন বেঞ্চ (Division Bench)। কাল শুনানির আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদের। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে অনুমতি চাইলো পর্ষদ। চাকরি হারানো শিক্ষকরাও দ্বারস্থ হচ্ছে ডিভিশন বেঞ্চের। তাঁদের বক্তব্য না শুনে কীভাবে বাতিলের নির্দেশ? প্রশ্ন তুলে মামলা চাকরিহারাদের। জানা গেলো কাল নয়, চলতি সপ্তাহে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রশিক্ষণহীন শিক্ষকদের অ্যাপটিটিউড টেস্ট (Aptitude Test) ও ইন্টারভিউ প্রক্রিয়ায় বেনিয়ম থাকার অভিযোগে চাকরি বাতিল করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। সংরক্ষণ নীতি না মানার অভিযোগে মামলা হয়। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ।